গত ১৬ নভেম্বর, ২০২৩ তারিখ কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানী প্রতিরোধে উপমহাপরিদর্শকের কার্যালয়,টাংগাইল-এর “অভিযোগ কমিটির (Complaint Committee)” ৭ম সভা অত্র কার্যালয়ের উপমহাপরিদর্শক জনাব মহর আলী মোল্লা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য জনাব খন্দকার আমিনা রহমান, সমন্বয়কারী, ব্লাস্ট, টাঙ্গাইল ও জনাব মাহমুদা বেগম শেলী, নির্বাহী পরিচালক, মানব প্রগতি সঙ্ঘ এবং আড়ং, টাঙ্গাইলের “অভিযোগ কমিটির (Complaint Committee)” সদস্যবৃন্দ।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়
পান্থ প্রভা (৩য় তলা), বি-২৪/১০, আটপুকুরপাড়, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০।
ই-মেইল: digfe.tangail@gmail.com
ফোন: ০২৯৯-৭৭৫৩৩১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস