বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, এক্সরে, প্যাথলজি সেন্টারসমূহে কর্মরত কর্মচারী, শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের নিমিত্তে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল আয়োজিত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা গতকাল সিভিল সার্জনের কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, এক্সরে, প্যাথলজি সেন্টারসমূহের মালিক ও শ্রমিক প্রতিনিধিগণের সাথে শ্রম আইনের বিভিন্ন ধারা ও বিধি সম্পর্কিত আলোচনা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬, এর বিধান অনুযায়ী শ্রমিকদের কল্যাণ, পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়নসহ শ্রম ক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক, শ্রমিক, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের বিষয়ে মূল আলোচনা করেন শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ এনামুল হক। সভার প্রধান অতিথি ছিলেন ডা. মোঃ জহিরুল করিম। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ জহিরুল করিম তার বক্তব্যে বলেন, প্রত্যেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, এক্সরে, প্যাথলজি সেন্টারসমূহকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হতে লাইসেন্স গ্রহণপূর্বক কর্মক্ষেত্রে শ্রম আইন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তিনি এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সম্পর্কেও ধারণা দেন। সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইলের উপ-মহাপরিদর্শক মহর আলী মোল্লা।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়
পান্থ প্রভা (৩য় তলা), বি-২৪/১০, আটপুকুরপাড়, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০।
ই-মেইল: digfe.tangail@gmail.com
ফোন: ০২৯৯-৭৭৫৩৩১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস