“শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়।”
এই প্রতিপাদ্যে আজ সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। টাঙ্গাইল জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল এর আয়োজনে টাঙ্গাইলে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভার শুরুতেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল এর উপমহাপরিদর্শক জনাব মহর আলী মোল্লা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জনাব জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমারএসর পরিচালক সৈয়দ ফয়সাল কবীর সামীম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল এর সহকারী মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি জনাব রতন সিদ্দিকী প্রমূখ। এছাড়াও, টাঙ্গাইল জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, টিটিসি-টাঙ্গাইল, সমাজসেবা অধিদপ্তর, মটর মেকানিক শ্রমিক ইউনিয়ন, গ্রীল মালিক শ্রমিক ইউনিয়ন, দোকান মালিক সমিতির প্রতিনিধিগণসহ অনেকেই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। টাঙ্গাইল জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কারখানা/প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সম্মিলিত অংশগ্রহণ ও প্রচেষ্টার মাধ্যমে টাঙ্গাইল জেলাকে শিশুশ্রম মুক্ত একটি মডেল জেলায় রুপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়
পান্থ প্রভা (৩য় তলা), বি-২৪/১০, আটপুকুরপাড়, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০।
ই-মেইল: digfe.tangail@gmail.com
ফোন: ০২৯৯-৭৭৫৩৩১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস