১. কারখানা লে-আউট প্ল্যান অনুমোদন ও সম্প্রসারণের অনুমোদন।
২. কারখানা/প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান, নবায়ন এবং সংশোধন।
৩. ঠিকাদার সংস্থার(Outsourcing) রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান, নবায়ন এবং সংশোধন।
৪. আপোষ ও মীমাংসার মাধ্যমে মজুরীসহ অন্যান্য পাওনাদি পরিশোধ।
৫. টোলফ্রি হেল্প লাইন সার্ভিসের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি।
৬. কারখানা/প্রতিষ্ঠানের চাকুরিবিধি অনুমোদন।
৭. অনলাইন সেবাসমূহ:
ক. কারখানা লে-আউট প্ল্যান বা সম্প্রসারণ/সংশোধন লে-আউট প্ল্যান অনুমোদনের আবেদন গ্রহণ।
খ. কারখানা লে-আউট প্ল্যান অনুমোদনসহ কারখানার লাইসেন্স প্রাপ্তির আবেদন গ্রহণ।
গ. কারখানার লাইসেন্স নবায়নের আবেদন গ্রহণ।
ঘ. কারখানা লাইসেন্স সংশোধনের আবেদন গ্রহণ।
ঙ. কারখানার ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির আবেদন গ্রহণ।
চ. কাজ শুরু করার পূর্বের নোটিশ গ্রহণ।
ছ. শ্রমিকের অভিযোগ গ্রহণ।
৮. তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রদান।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়
পান্থ প্রভা (৩য় তলা), বি-২৪/১০, আটপুকুরপাড়, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০।
ই-মেইল: digfe.tangail@gmail.com
ফোন: ০২৯৯-৭৭৫৩৩১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস