Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
CLPD-2021
Details
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২১ঃ
আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও প্রতি বছর দিবসটি  যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ মহামারীর কারণে এবছর ১২ জুন ২০২১ তারিখ সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়েছে। এ বারের শ্লোগান-
‘মুজিববর্ষের আহ্বান 
শিশুশ্রমের অবসান'
'End Child Labour'
 
দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীনস্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইলের কর্মসূচি হলোঃ
১. অফিস ভবনে ব্যানার, ড্রপডাউন ব্যানার টাঙানো
২. কারখানা/প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বরাবর দিবস সংক্রান্ত ব্যানার, লিফলেট এর সফট কপি প্রেরণ এবং কারখানা/প্রতিষ্ঠানে ব্যানার টাঙানোতে উদ্বুদ্ধকরণ 
৩. প্রচার প্রচারণা করা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ ও উদ্বুদ্ধকরণ করা
৪. আলোচনা সভা
৫. ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আপলোড 
ইত্যাদি।
 
শিশুশ্রম নিষিদ্ধ। শিশুকে কাজে নিয়োগ করা নিয়োগকারী ও অভিভাবক উভয়ের জন্যই আইনত দন্ডনীয় অপরাধ।
 
যেকোন সংঘাত,  সঙ্কট,  দুর্যোগে শিশুদের নিরাপদ রাখি, শিশুশ্রমকে 'না' বলি, 
মানসম্মত শিক্ষাকে 'হ্যা' বলি, 
শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ি।
 
 
শুভেচ্ছান্তে-
উপমহাপরিদর্শক
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল।
Images
Attachments
Publish Date
12/06/2021
Archieve Date
30/07/2021

Correspondence Address


Department of Inspection for Factories and Establishments

Office of the Deputy Inspector General

Pranta Prabha (3rd Floor), Atpukurpar, Dhaka Road, Tangail

E-mail: digfe.tangail@gmail.com

Phone: 0299-7753318