Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
টাঙ্গাইল কার্যালয়ে অংশীজনের সাথে সভা অনুষ্ঠিত: শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতি
Details
গত ০৫ নভেম্বর ২০২০ তারিখে উপমহাপরিদর্শকের কার্যালয়, টাঙ্গাইল-এ শিশুশ্রম নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল কার্যালয়ের উপমহাপরিদর্শক জনাব মহর আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মানিকগঞ্জ জেলার ওয়ার্কশপ মালিকগণ, কয়েকটি ওয়ার্কশপ-এ কর্মরত শিশুদের অভিভাবক ও ইতোপূর্বে অত্র দপ্তর কর্তৃক জরিপ কালে প্রাপ্ত শ্রমে নিয়োজিত কয়েকজন শিশু উপস্থিত ছিলেন। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নির্মিত শিশুশ্রম নিরসন সংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অতপর: শিশুকে কাজে নিয়োগ না করার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধান, সরকারের শিশুশ্রম নিরসন উদ্যোগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রভৃতি বিষয়ে সভায় আলোচনা করা হয়। সভা শেষে ওয়ার্কশপ মালিকগণ সরকারের শিশুশ্রম নিরসন সংক্রান্ত উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং কোন শিশুকে কাজে নিয়োজিত না করার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। অভিবাবকগণ তাদের শিশুদের কাজে নিয়োজিত না করে শিক্ষাগ্রহণ নিশ্চিত করবেন বলে জানান। উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে সরকারের শিশুশ্রম নিরসন পরিকল্পনার অংশ হিসেবে অত্র দপ্তর কর্তৃক নিয়মিত পরিদর্শন, উদ্বুদ্ধকরণসহ শ্রম আইন, ২০০৬ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
Images
Attachments
Publish Date
05/11/2020
Archieve Date
31/12/2021

Correspondence Address


Department of Inspection for Factories and Establishments

Office of the Deputy Inspector General

Pranta Prabha (3rd Floor), Atpukurpar, Dhaka Road, Tangail

E-mail: digfe.tangail@gmail.com

Phone: 0299-7753318