Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
WCLPD observed in Tangail
Details

“শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়।”
এই প্রতিপাদ্যে আজ সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। টাঙ্গাইল জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল এর আয়োজনে টাঙ্গাইলে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভার শুরুতেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল এর উপমহাপরিদর্শক জনাব মহর আলী মোল্লা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জনাব জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমারএসর পরিচালক সৈয়দ ফয়সাল কবীর সামীম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল এর সহকারী মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি জনাব রতন সিদ্দিকী প্রমূখ। এছাড়াও, টাঙ্গাইল জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, টিটিসি-টাঙ্গাইল, সমাজসেবা অধিদপ্তর, মটর মেকানিক শ্রমিক ইউনিয়ন, গ্রীল মালিক শ্রমিক ইউনিয়ন, দোকান মালিক সমিতির প্রতিনিধিগণসহ অনেকেই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। টাঙ্গাইল জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কারখানা/প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সম্মিলিত অংশগ্রহণ ও প্রচেষ্টার মাধ্যমে টাঙ্গাইল জেলাকে শিশুশ্রম মুক্ত একটি মডেল জেলায় রুপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Images
Attachments
Publish Date
12/06/2019
Archieve Date
12/06/2020

Correspondence Address


Department of Inspection for Factories and Establishments

Office of the Deputy Inspector General

Pranta Prabha (3rd Floor), Atpukurpar, Dhaka Road, Tangail

E-mail: digfe.tangail@gmail.com

Phone: 0299-7753318