উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, “বাংলাদেশ উইমেন্স ল’ইয়ারস এসোসিয়েশন” মহামান্য সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন মামলা (মামলা নং ৫৯১৬/২০১৮) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ২০০৯ সালে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন যা হাইকোর্ট ডিরেক্টিভস ২০০৯ নামে পরিচিত। উল্লিখিত ডিরেক্টিভসে প্রতিটি কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।
২। ২০০৯ সালের হাইকোর্ট ডিরেক্টিভস অনুসরণ এবং বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে “জেন্ডার প্লাটফরম” ২০১৯ সালে পুনরায় মহামান্য হাইকোর্টে মামলা করেন। আলোচ্য অবস্থায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট ডিরেক্টিভস ২০০৯ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী।
বর্ণিতাবস্থায় আপনার কারখানা/প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট ডিরেক্টিভস, ২০০৯ এ নির্দেশিত “অভিযোগ কমিটি (Complaint Committee)” গঠন এবং যৌন হয়রানি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রমাণকসহ আগামী ১৫/১২/২০২১ তারিখের মধ্যে অত্র দপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
উপমহাপরিদর্শক
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
আটপুকুর পাড়, ঢাকা রোড, টাঙ্গাইল।
ফোন: ০৯২১-৬২৩১২; ই-মেইল: digfe.tangail@gmail.com
Department of Inspection for Factories and Establishments
Office of the Deputy Inspector General
Pranta Prabha (3rd Floor), Atpukurpar, Dhaka Road, Tangail
E-mail: digfe.tangail@gmail.com
Phone: 0299-7753318
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS